• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০২৩

শরীয়তপুর প্রতিনিধি \

ডামুড্যা উপজেলার দক্ষিনপাড়া গ্রামের নজরুল ইসলাম মাদবর তার স্ত্রীকে হত্যার দায়ে  জেলা ও দায়রা জজ আদালত স্বামী কে ফাঁসির আদেশ দিয়েছেন। রোববার দুপুরে এ আদেশ দেয়। এ রায়ে রাস্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলে ও আসামী পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন।

কোর্ট সূত্রে জানাযায়, দীর্ঘ ১৩ বছর পূর্বে ডামুড্যা উপজেলার গঙ্গাইশ কাঠি গ্রামের আমেনা বেগমকে বিয়ে করেন একই উপজেলার দক্ষিনপাড়া গ্রামের নজরুল ইসলাম মাদবর। বিয়ে করার কয়েকদিন পর স্বামী  নজরুল ইসলাম মাদবর বিদেশ  চলে যায়  । এরই মাঝে তাদের ঘরে একটি পূত্র সন্তানের জন্ম হয়।  দীর্ঘদিন পরে দেশে আসার পর স্বামী নজরুল ইসলাম মাদবর তার স্ত্রী আমেনা কে সন্দেহের চোখে দেখে। তার ধারনা স্ত্রী পরকিয়া করে। একারনে  ২০২১ সালের ১৬ ফেব্রæয়ারী সকাল অনুমান ১১ ঘটিকায় ডামুড্যা উপজেলার দক্ষিনপাড়া গ্রামের তার নিজ বাড়ির বসতঘর তথা দালানের দরজা বন্ধ করে গাছ কাটার কুড়াল দিয়ে স্ত্রী আমেনা বেগমের মাথায়  কুপিয়ে হত্যা করে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতর বসে থাকে এবং চিৎকার করতে থাকে।কখনো বা গান করতে থাকে। এ সময় স্থানীয় লোকজন ডামুড্যা থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে অনেক অনুনয় বিনয় ও কৌশল করে তাকে ঘরের দরজা খুলেবের করে আনে এবং আটক করে। এরপর তার থেকে জানতে চায় কেন সে তার স্ত্রীকে হত্যা করেছে। এ সময় পুলিশের কাছে সে স্বীকার করে বলে পরকিয়ার কারনে সে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহত আমেনা বেগমের ভাই সুলতান মাদবর বাদী হয়ে ঘাতক নজরুল ইসলামকে আসামী করে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ডামুড্যা থানার উপপরিদ;র্শক মোঃ সফিকুল ইসলাম তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য  গ্রহনের পর জেলা দায়রা জজ শেখ মফিজুর রহমান সন্দেহাতীত ভাবে স্বামী কতৃক স্ত্রী হত্যা প্রমাণিত হওয়ায় রোববার দুপুরে  প্রকাশ্য আদালতে আসামী নজরুল ইসলাম মাদবরকে ফাঁসির আদেশ দেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড.মীর্জা হজরত আলী। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. এনামূল হক। এ রায়ে রাস্ট্রপক্ষের আইনজীবি পিপি এড.মীর্জা হজরত আলী বলেন, এ রায়ে সমাজে একটি দৃষ্টান্ত   স্থাপন হয়েছে। আমরা ন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করছি।

আসামী পক্ষের আইনজীবি এড. এনামূল হক বলেন, এ মামলার রায়ে আসামী ন্যায় বিচার পায়নি। আসামীপক্ষ উচ্চ আদালতে আপিল করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads